Apan Desh | আপন দেশ

সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার ৫০৪

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ৩০ জানুয়ারি ২০২৬

সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার ৫০৪

ছবি: আপন দেশ

সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, গত ২৩-২৯ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিট অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অংশ নেয়।

অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত, কিশোর গ্যাং ও চোরাকারবারি। তাদের কাছ থেকে ৪৮টি আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেল এবং অন্যান্য দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন <<>> জামায়াত–আ. লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম

আইএসপিআর আরও জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান চালাচ্ছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনারা দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনের তফশিল ঘোষণার পর ১১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী ১,৫০৭ জনকে গ্রেফতার করেছে। এ সময়ে ১৫৩টি আগ্নেয়াস্ত্র ও ১,৮৩৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়