ছবি : আপন দেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, চা খাওয়ার দাওয়াত দেয়াকেও এখন হুমকি হিসেবে দেখানো হচ্ছে। সবকিছুর দায় যেন তাকেই নিতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় নির্বাচনি প্রচারণার সময় এসব কথা বলেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
প্রতিপক্ষকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, অনেক কথা বলা হচ্ছে, তবে তিনি কারও উসকানিতে পা দেবেন না।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তরুণ বয়স থেকেই তিনি ঢাকা শহরের রাজনীতিতে সক্রিয়। শহরজুড়ে তার পরিচিত মানুষ রয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে ভোট চাইতে চান এবং এলাকাবাসীর কাছে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরার আহবান জানান।
আরও পড়ুন <<>> বিএনপির আরও ৬ নেতা বহিষ্কার
তিনি বলেন, ভোট চাওয়াই রাজনীতির মূল বিষয়। কারা এলাকায় কী কাজ করেছে এবং ভবিষ্যতে কী করবে, সেটাই জনগণের সামনে তুলে ধরা উচিত। অকারণে সংঘাত তৈরির চেষ্টা না করার আহবান জানান তিনি।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মির্জা আব্বাস মালিবাগ, মৌচাক মোড় ও রাজারবাগ পুলিশ গেট এলাকায় গণসংযোগ করেন। পরে ১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বড় মিছিলে নেতৃত্ব দেন তিনি।
নিজের রাজনৈতিক ধারাবাহিকতার কথা উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, নির্বাচনের সময় অনেক ‘অতিথি রাজনীতিক’ দেখা গেলেও পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তবে তিনি ১৯৯১ সাল থেকে নিয়মিত নির্বাচনে অংশ নিয়ে আসছেন এবং এলাকায় সবসময়ই উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































