Apan Desh | আপন দেশ

তারুণ্যের প্রথম ভোট হ্যাঁ হোক: হাসনাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ১৬ জানুয়ারি ২০২৬

তারুণ্যের প্রথম ভোট হ্যাঁ হোক: হাসনাত

ছবি: আপন দেশ

তারুণ্যের প্রথম ভোট হ্যাঁ হোক। আপনারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন বলে আশা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লার এস বি গার্মেন্টসের বিপরীত পাশে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা কী বাংলাদেশের পরিবর্তন চান না? দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে। 

আরও পড়ুন<<>>১১ দলের সঙ্গে নয়, এককভাবে নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

এ সময় নারায়ণগঞ্জ-৪ (ফাতুল্লা) আসনে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে সঙ্গে নিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান তিনি। তিনি বলেন, আল আমিন (নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির প্রার্থী) আপনাদের সন্তান। সন্তানকে সফল করার দায়িত্ব আপনাদের। এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়