Apan Desh | আপন দেশ

১১ দলের সঙ্গে নয়, এককভাবে নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০১, ১৬ জানুয়ারি ২০২৬

১১ দলের সঙ্গে নয়, এককভাবে নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের সঙ্গে জোটে থাকছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা জানায় কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে এ দল।

শুক্রবার (১৬ জানুয়ারি) দলীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে দল‌টির মুখপাত্র গাজী আতাউর রহমান ব‌লে‌ছেন, ইসলামী আন্দোলন ২৬৮ আস‌নে প্রার্থী দি‌য়ে‌ছে। বা‌কি ৩২‌টি আস‌নেও সৎ-যোগ্য ব্যক্তিদের সমর্থন দে‌বে। 

আরও পড়ুন<<>>মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

এসময় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন ২৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকিদের এখন ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। দলটি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় নির্বাচনে যাচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১১ দলীয় জেটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়। এতে বলা হয়, জামায়াত ১৭৯ আসনে প্রার্থী দেবে। এছাড়া এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিন, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সাত, বাংলাদেশ ডেপেলপমেন্ট পার্টি (বিডিপি) দুই ও নেজামে ইসলাম পার্টি দুটি আসনে লড়বে। তখন অন্য তিন দলের আসন ঘোষণা করা হয়নি। এতে ছিল ইসলামী আন্দোলনসহ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।

বেরিয়ে আসার কারন

আমরা আদর্শিকভাবে, নৈতিকভাবে কারও চেয়ে দুর্বল নই উল্লেখ করে  ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী, তিনি স্পষ্ট করে বলেছেন যে, আমরা আশ্বস্ত হয়েছি, জামায়াতের আমীর শরিয়া প্রতিষ্ঠা, শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না। এ ওয়াদা তিনি করেছেন। এজন্য আমরা আশ্বস্ত হয়েছি। এ বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সে লক্ষ্য অর্জিত হবে না। কারণ, আজ যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সমান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে… তাহলে আমরা যে কর্মী, সমর্থক সারাদেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি। এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়