Apan Desh | আপন দেশ

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৯, ১৬ জানুয়ারি ২০২৬

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

ছবি : আপন দেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। আধা ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন : উত্তরায় আগুনে নিহত বেড়ে ৬

বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিকবিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়