ছবি : আপন দেশ
জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জোটে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ১০ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে জামায়াত। আসন বণ্টন চূড়ান্ত করে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চেয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের নেতারা রামপুরার একটি মাদ্রাসায় যান। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরাও সেখানে উপস্থিত থাকেন।
সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে দলটির শুরা কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতারা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে অসন্তুষ্টির কথা জানান।
শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে আসনের চাহিদা কমিয়েছে দলটি। সর্বশেষ তাদের দাবি ছিল ৫০টির বেশি আসন। জামায়াত দলটিকে ৪০টি আসন ছাড় দিতে চেয়েছে বলে জানা যায়।
সন্ধ্যায় শুরু হওয়া বৈঠক রাত একটা পর্যন্ত হয়েছে বলে জানা গেছে। সে মাদরাসার ভবনের নিচে মধ্য রাত পর্যন্ত ইসলামী আন্দোলনের কিছু নেতা-কর্মীদের দেখা যায়। তারা আলাদা আলাদা জায়গায় জটলা করে আসন সমঝোতা নিয়ে আলাপ করছিলেন। আবার পৌনে ১২টার সময়ও বেশ কিছু নেতা গাড়ি নিয়ে বৈঠকে যোগ দেন। দীর্ঘ এ বৈঠক শেষ হয় রাত একটার পরে।
আরও পড়ুন<<>>১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত, ঘোষণা বিকেলে
বুধবার জোহরের নামাজের পর মজলিশে আমেলার বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকের পর দলীয় অবস্থান জানানো হবে বলে জানায় সূত্রাটি।
বাংলাদেশ খেলাফত মজলিস ২৫-৩০টি আসন চাইলেও জামায়াত সর্বোচ্চ ২০টি আসনে ছাড়তে পরে বলে জানিয়ে। কাঙ্ক্ষিত আসন না পেলে যে কয়টিতে ছাড় দেয়া হবে না, সেখানে প্রার্থী উন্মুক্ত রাখতে চায় খেলাফত মজলিস।
এ ছাড়া ইসলামী আন্দোলন মনে করে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি জাতীয় সরকার গঠনের পক্ষে কথা বলেন। যা অনেকের কাছে দ্বিচারিতা মনে হয়েছে।
মধ্যরাতের ইসলামী আন্দোলনের শুরা কাউন্সিলের বৈঠক শেষ হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত গ্রহণের ভার দেয়া হয়েছে মজলিসে আমেলার (সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম) ওপর।
বুধবার মজলিসে আমেলার বৈঠক হতে পারে। এরপর আসন সমঝোতায় থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
আপন দেশ/এসএস/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































