ছবি : আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আলাদা বৈঠক হয়। এসব আলোচনায় আসন সমঝোতা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে ধারণা দেয়া হচ্ছে। আজকের যৌথ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং যেসব বিষয়ে অনিশ্চয়তা ছিল, সেগুলো কাটছে। শীর্ষ নেতাদের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে, সেখানেই সবকিছু স্পষ্ট করা হবে।
আসন বণ্টনের বিষয়ে এখনই বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, কোন দল কতটি আসনে প্রার্থী দেবে—সে তথ্য সংবাদ সম্মেলনেই প্রকাশ করা হবে। জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়েও আলোচনায় ইতিবাচক পরিবেশ রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে এখনো যোগাযোগ না হলেও আলোচনা চলছে এবং আজই সব চূড়ান্ত হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আজকের বৈঠকে সব দল একসঙ্গে বসবে।
এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন<<>>উদ্দেশ্যমূলকভাবে একটি দলের প্রতীক আগে দেয়া হয়েছে: নজরুল ইসলাম খান
ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতরেও মঙ্গলবার সন্ধ্যার পর দীর্ঘ বৈঠক চলে। রাত সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক শেষ না হওয়ায় তাৎক্ষণিকভাবে শীর্ষ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ক্ষুদে বার্তায় জানান, তারা বৈঠকে রয়েছেন। পরে দলটির যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ গণমাধ্যমকে বলেন, আসন সমঝোতা নিয়ে ধারাবাহিক বৈঠক চলছে এবং আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও জানিয়েছেন, জোটের সব দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আজকের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, এক-দুদিনের মধ্যেই আসন সমঝোতার ঘোষণা আসবে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, খুব শিগগিরই সবাইকে একসঙ্গে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। আজকের ঘোষণার দিকেই এখন নজর রাজনৈতিক অঙ্গনের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































