Apan Desh | আপন দেশ

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৩, ১৩ জানুয়ারি ২০২৬

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম

ফাইল ছবি

সরকারে থাকার সময়ের শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে রাষ্ট্রকল্প লাইব্রেরি আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোটের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনায় তিনি এ অভিযোগ করেন।

যে রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা ছিল, ভুল পদক্ষেপ নেয়ার কারণে আমি তাদের সঙ্গে নেই বলেও মন্তব্য করেন মাহফুজ।

তিনি বলেন, আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি। কারণ আমরা চেয়েছিলাম, নতুন মিডিয়া আসুক। পাঁচ-সাতটা নতুন মিডিয়া এসেছে। ওরা অভ্যুত্থান ও তরুণদের পক্ষে কিছু ভালো কাজ করেছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন, তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে। তাই আমরা যেন কোনোভাবেই কাজ করতে না পারি, তারা সে ব্যবস্থা করেছে। মাহফুজ বলেন, পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে পদার্পণের ক্ষেত্রে চারটি বিষয় লাগবে। ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস, সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস লাগবে। 

আরও পড়ুন<<>>এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন তাসনিম জারা

জাতীয় পুঁজির পুনর্বিন্যাস লাগবে। সেক্ষেত্রে এখানকার অলিগার্ক বা আমলারাসহ যারা আছে, তাদের ডিসমেন্টাল করতে হবে। আওয়ামী লীগের জন্য যে সিভিল সোসাইটি এবং কালচারাল সফট পাওয়ার আবে হায়াতের মতো ছিল, তাকে ডিসমেন্টাল করতে হবে। পুরাতন বন্দোবস্তের লোকদের বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব না।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে। একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবে। কিন্তু আমরা কখনোই এটা চাইনি যে, একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সঙ্গে গিয়ে উনারা আঁতাত করবেন। এটার জন্য আমরা এ রাষ্ট্রকল্প লাইব্রেরি বা গণতান্ত্রিক ছাত্রশক্তি করিনি।
মাহফুজ আরও বলেন, আমরা এনসিপি বা নাগরিক কমিটিকে এজন্য পলিসি সাপোর্ট দিয়েছি যে, তারা একটা শক্তিশালী তৃতীয় শক্তি আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে। যেটা মানুষকে বলবে যে, এ পুরাতন বন্দোবস্ত যারা চায়, তাদের বাইরে আমরা আপনাদের ভয়েস হতে চাই।

তিনি বলেন, শহীদ ওসমান হাদী আমাদের পথ দেখিয়েছেন। যে সিস্টেম আমাকে হাসিনার নামে শোষণ করেছে। আমরা যদি সে সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি! যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে, গত দুই বছরে পদে পদে সংস্কার ও বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। বিচার ও বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে, সে দলগুলার কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা আমি মনে করি ভূতের মতো পিছে হাটার মতো।

মাহফুজ আলম বলেন, যে স্বপ্নটা নিয়ে শুরু করছিলাম, সে স্বপ্নটা জাগিয়ে রাখতে আমি ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে আমার কাজ করে যাচ্ছি। আমরা হয়তো একটা নতুন প্ল্যাটফর্ম করব বা কিছু একটা চেষ্টা করব। আমরা অন্তত এ আশাটা বাঁচিয়ে রাখতে চাই যে, বিকল্প সম্ভব। বিকল্প আমরা বলে যদি আমরা আবার পুরাতন দলের কাছে দাসখত দেই, তাহলে আর বিকল্প আমরা থাকি না। মানুষ আমাদের এজন্য বিশ্বাস করেনি।

তিনি বলেন, আমার কমরেডরা এখন ভূতের পায়ে হাঁটা ধরেছে। অর্থাৎ পেছনের দিকে হাঁটা ধরেছে। ফলে লড়াইটা আরও দীর্ঘ হবে বলেই দেখা যাচ্ছে। ফলে আমরা কোথায় ভুল করলাম, তা আমাদের নতুনভাবে দেখা ও বোঝা দরকার। ভুলগুলো সম্পর্কে আমাদের আউটস্পোকেন হওয়া দরকার।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সমাবেশে অধ্যাপক আলী রীয়াজের আসার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ঢাকার তাপমাত্রা কেমন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায় ‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’ আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন