Apan Desh | আপন দেশ

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৭, ১৩ জানুয়ারি ২০২৬

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন তাসনিম জারা

ছবি: আপন দেশ

পুরোনো রাজনৈতিক ধারা থেকে বাইরে আসার আকাঙ্ক্ষায় দল ছেড়েছেন ডা. তাসনিম জারা। এ কারণেই এনসিপি থেকে সরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে এ কথা জানান তিনি।

তাসনিম জারা বলেছেন, বর্তমান ব্যবস্থায় যাদের জবাবদিহি করার কথা, তাদের নিয়োগদাতার কাছেই আবার সে জবাবদিহি সীমাবদ্ধ থাকে। এতে করে পুরো কাঠামো জটিল ও অকার্যকর হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি অত্যন্ত দুর্বল। যার ফলে প্রকৃত সংস্কার বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন<<>>দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

জারা বলেন, দেশে বহুদিন ধরেই সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু সে আলোচনার কোনো বাস্তব অগ্রগতি হচ্ছে না। তাই শুধু সংস্কার নিয়ে কথা বললেই হবে না, যারা ক্ষমতায় থাকবে তাদের কার্যকর জবাবদিহির আওতায় আনাও জরুরি।

ডা. তাসনিম জারা মনে করেন, দেশের মানুষ এখন স্পষ্টভাবে পরিবর্তন চায়। জনগণ আর পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে রাজি নয়।

পরিবর্তনের আকাঙ্ক্ষাকেই সামনে রেখে তিনি এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়