‘সম্প্রচার, সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ এক মাসের মধ্যে গঠনের চেষ্টা করছি’
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা। রোববার সচিবালয়ে বিএসআরএফ মতবিনিময়ে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে এক মাসের মধ্যে সম্প্রচার ও সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে কাজ চলছে, যা কার্যকর হলে সাংবাদিকরা ভয়মুক্তভাবে দায়িত্ব পালন করতে পারবেন। এই উদ্যোগকে তিনি গণমাধ্যমের জন্য যুগান্তকারী বলে উল্লেখ করেন মন্তব্যে।
০৬:৪৫ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার