Apan Desh | আপন দেশ

বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ৭ জানুয়ারি ২০২৬

বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ

ফাইল ছবি

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দেয়া হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) তাকে এ নোটিশ দেয়া হয়। নোটিশে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না, তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনি আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এ শোকজ দেয়া হয়। ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য নোটিশে বলা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানানো হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়