Apan Desh | আপন দেশ

নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবে বিএনপি: ইইউ প্রতিনিধিদলকে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০৭, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩১, ৬ জানুয়ারি ২০২৬

নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবে বিএনপি: ইইউ প্রতিনিধিদলকে তারেক রহমান

ছবি: বাবুল তালুকদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তারেক রহমানের সঙ্গে মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা কামনা করেছেন-জানান মি. খান।

আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বড় সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা জোরদার করবে বলে মনে করে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়