Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৫৮, ১ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে উপচে পড়া ভিড়

ছবি: আপন দেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর থেকে জিয়ার রহমান উদ্যানে (জিয়া উদ্যান) হাজার হাজার মানুষ ভিড় করেন। দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রিয় নেত্রীর জন্য দোয়া ও শ্রদ্ধা জানাতে সেখানে আসছেন।

সকাল থেকেই জিয়া উদ্যানের সামনে মানুষের ভিড় বাড়তে থাকে। তবে নিরাপত্তাজনিত কারণে বেলা ১১টা পর্যন্ত ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়। এতে করে উদ্যানের প্রবেশপথের বাইরে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় আগতদের। এ সময় আশপাশের সড়কে যান চলাচলও কিছুটা সীমিত ছিল।

দুপুর ১২টার দিকে উদ্যানের প্রধান ফটক খুলে দেয়া হয়। এরপরই মানুষের স্রোত ভেতরে ঢুকতে শুরু করে। সারিবদ্ধভাবে সবাই খালেদা জিয়ার কবরের দিকে এগিয়ে যান। কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, আবার কেউ নীরবে দাঁড়িয়ে মোনাজাত করছেন। পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জিয়া উদ্যানে আসা মানুষের মধ্যে শুধু রাজধানীর বাসিন্দারাই নন, ঢাকার বাইরের জেলার মানুষও ছিলেন উল্লেখযোগ্য সংখ্যায়। মুন্সিগঞ্জ থেকে আসা একজন বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবু খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কবরের মাটি ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা থেকেই এসেছেন। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামও কবর জিয়ারত করে দোয়া করেন।

সরেজমিনে দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত জিয়া উদ্যানের ভেতরে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ওই সময় উদ্যানসংলগ্ন সড়কেও যান চলাচল সীমিত রাখা হয়। সেখানে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানান, কড়া নির্দেশনার কারণে নির্ধারিত সময়ের আগে কাউকে ঢুকতে দেয়া হয়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল চালু করা হয়।

দুপুরের পর প্রবেশের সুযোগ মিলতেই উদ্যানে মানুষের উপস্থিতি বাড়ে। আগতদের মধ্যে নারীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। সবাই শান্ত ও সুশৃঙ্খলভাবে কবর জিয়ারত সম্পন্ন করেন।

উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক মতভেদ ভুলে বিভিন্ন শ্রেণি–পেশার অসংখ্য মানুষ অংশ নেন। পরে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়