Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

ছবি : আপন দেশ

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১০টা ১৭ মিনিটে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এই শোক জানান।

শোক বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।’

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুন : পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা,  ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ

তিনি আরও লিখেছেন, ‘২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি, তার দৃষ্টিভঙ্গি এবং কর্মপন্থা আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। তার আত্মা শান্তিতে থাকুক।’

মঙ্গলবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন আপসহীন এই নেত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়