ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা চেষ্টার ঘটনায় অত্যন্ত রেগে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের বাসভবনে হামলা চালানোর অভিযোগ উঠে।
ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তাকে ফোন করে জানিয়েছেন যে, ইউক্রেন উত্তর রাশিয়ায় তার বাসভবনে হামলার চেষ্টা করেছে।
এ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, এই অভিযোগ শান্তির মধ্যস্থতা করতে তার নেয়া প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে কি না, জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি পছন্দ করিনি। এটা ভালো নয়, আমি আজ পুতিনের কাছ থেকে এটি সম্পর্কে জানতে পেরেছি। এটি নিয়ে খুব রেগে গিয়েছিলাম।’
ট্রাম্প আরও বলেন, ‘এটি একটি নাজুক সময়। এটি এ ধরণের হামলা চালানোর জন্য সঠিক সময় নয়। আক্রমণাত্মক হওয়া এক জিনিস, আর পুতিনের বাড়িতে আক্রমণ করা অন্য জিনিস। এটি এমন কিছু করার সঠিক সময় নয়।’
এদিকে, এই ধরণের হামলার কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা খুঁজে বের করব।’
সোমবারের (২৯ ডিসেম্বর) শুরুতে টেলিফোনে পুতিনের সঙ্গে কথা হয় ট্রাম্পের। তিনি এই ফোনালাপকে ‘খুব ভালো আলোচনা’ বলে বর্ণনা করেছেন।
ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য আলোচনা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে এখন খুব কম বিষয় রয়েছে, যেগুলোতে মতবিরোধ হতে পারে।’
আরও পড়ুন : মেক্সিকোয় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩
রাশিয়া সোমবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টার অভিযোগ করেছে এবং প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিয়েভ এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, তবে তার পক্ষে কোনো প্রমাণ দেয়নি।
এরপর সোমবার যুদ্ধরত প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্ষুব্ধ বাক্য বিনিময় হয়। যার মধ্যে রাশিয়ার একটি বিবৃতিও রয়েছে যেখানে তারা হামলার প্রতিক্রিয়ায় আলোচনায় তাদের অবস্থান পর্যালোচনা করছে বলে জানানো হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































