Apan Desh | আপন দেশ

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৯, ৭ নভেম্বর ২০২৫

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না: নাহিদ

এনসিপির আহবায়ক মো. নাহিদ ইসলাম

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো. নাহিদ ইসলাম। শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনির্ভাসিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব।

আরও পড়ুন<<>>‘গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার নতুন চক্রান্ত চলছে’

তিনি আরও বলেন, আগামী সংসদ এবং যে সংস্কার পরিষদ গঠন হবে, সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবী অংশ নেবেন। এভাবে জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়িত হবে। তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দাওয়া গণভোট, এবং আমরা বলেছি জুলাই সনদের অর্ডার প্রফেসর মুহাম্মদ ইউনুসকেই দিতে হবে।

আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার যারা তাদের পার্লামেন্টে থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, সে পার্লামেন্টের সংস্কার পরিষদ হবে নতুন সংবিধান নিয়ে কাজ হবে। সেখানে শিক্ষকদের অবশ্যই অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব বলেও জানান তিনি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়