
ডা. শফিকুর রহমান।
জুলাই যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ বলাটা গুরুতর অসৌজন্যতা। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
আরও পড়ুন>>>‘জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকেছে’
পোস্টে তিনি লেখেন, জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলবো না।
তিনি পোস্টে আরও লেখেন, কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।