Apan Desh | আপন দেশ

‘দুর্নীতিমুক্ত-আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

‘দুর্নীতিমুক্ত-আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত’ 

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। বলেছেন, দলটির আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। কারও তেল মাথায় তেল দেবে না জামায়াত।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে এসব কথা বলেন জামায়াতের আমীর।

ডা. শফিকুর রহমান বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান, তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেয়া একটা প্রতিবাদ। ক্ষমতায় গেলে জামায়াতের কোনো এমপি অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন<<>>অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান : জামায়াতকে ফারুক

জামায়াতের আমীর আরও বলেন, দেশের আকাশে কিছু কালো মেঘ ও ছায়া দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা সকল আতঙ্ক, আশঙ্কা ও কালো ছায়াকে দূর করে দিয়ে একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ আমাদের দান করুন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ২৯ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করালে চিকিৎসকরা তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানান। এরপর ০২ আগস্ট জামায়াত আমীরের বাইপাস সার্জারি হয়। এক মাসেরও বেশি সময় পর রাজনীতির মাঠে ফিরলেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়