Apan Desh | আপন দেশ

‘সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো গ্রহণযোগ্য হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ২৯ আগস্ট ২০২৫

‘সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো গ্রহণযোগ্য হবে না’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

বিচার, সংস্কার, নির্বাচন- এ মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। তাই বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বলেছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সাকি বলেন, ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। 

তবে একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু সংস্কার ও বিচারকে এগিয়ে নিতেই সুষ্ঠু ভোট দরকার বলেও মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন<<>>ফ্যাসিবাদ আ.লীগ ফেরাতে বিদেশেও কাজ হচ্ছে: মির্জা ফখরুল

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন এখন আমাদের প্রধান অগ্রাধিকার। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে। এ সময় আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেন সাকি।

তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন আন্দোলনকারী দলগুলোকে সঙ্গে নিয়ে একটি মনিটরিং কমিটি গঠন করবে। নির্বাচনী পরিবেশ কোথাও বিঘ্নিত হলে সম্মিলিতভাবে আমরা তা প্রতিরোধ করতে পারব। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই। এটাই আজকের ভু-রাজনীতি ও বাংলাদেশের অস্তিত্ববিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে মাথা উঁচু করে দাঁড় করাতে সাহায্য করবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়