Apan Desh | আপন দেশ

সমাবেশ চলাকালে অসুস্থ জামায়াতে আমীর 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৩৮, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৪৯, ১৯ জুলাই ২০২৫

সমাবেশ চলাকালে অসুস্থ জামায়াতে আমীর 

ছবি: আপন দেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। অসুস্থ হয়ে পড়লেও ব্যক্তব্য চালিয়ে যান তিনি।

শনিবার (১৯ জুলাই) দুপুরে বক্তব্য দেয়ার সময় তিনি হঠাৎ শরীরের অস্বস্তি অনুভব করেন। যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে ডায়েসে আসেন জামায়াত আমীর। কিছুক্ষণ কথা বলার পর তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরেন। অল্প সময়ের মধ্যেই তিনি আবার উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি বক্তব্য আবার শুরু করেন।'

অসুস্থ হওয়ার আগে জামায়াত আমীর বলেন, ২৪-এ আন্দোলনটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি-দাওয়া তুলছেন তারা কোথায় থাকতেন? অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা অবজ্ঞা না করি। তাদের শিশু বলে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করি। অহংকারভরে অন্য দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, যারা পারবেন না, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেধেছে।

এরপর তিনি মঞ্চে পড়ে গেলে নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পুরো সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে শোরগোল পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই আবার বক্তব্য শুরু করেন ডা. শফিকুর রহমান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়