Apan Desh | আপন দেশ

‘দ্রুত জাতীয় নির্বাচনের রোপম্যাপ ঘোষণা করুন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ২৩ মে ২০২৫

আপডেট: ১৬:০৩, ২৩ মে ২০২৫

‘দ্রুত জাতীয় নির্বাচনের রোপম্যাপ ঘোষণা করুন’

বক্তব্য দিচ্ছেন জয়নুল আবেদীন ফারুক। ছবি: সংগৃহীত

দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আজকালের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বলেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও' শীর্ষক মুক্ত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি

অন্তর্বর্তী সরকারক থেকে তিনজন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছন জয়নুল আবেদীন ফারুক। একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপনেরও কথা বলেন তিনি।

আরওপড়ুন<<>>বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বিএনপির এ নেতা বলেন, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। আমরা তো আপনাদের পদত্যাগ চাই না।

দেশে যে অস্থিরতা চলছে, তা কারা করছে? এমন প্রশ্ন রেখে জয়নুল আবেদীন ফারুক বলেন, এ অস্থিরতার দায়ভার বিএনপি নেবে না।

তিনি আরও বলেন, আপনাকে কেন বসিয়েছিলাম? ৯ মাস আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই? আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না। কাদের কথায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হলো না?

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়