Apan Desh | আপন দেশ

আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস নয়: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ১০ মে ২০২৫

আপডেট: ১৪:৫৭, ১০ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস নয়: নুর

নুরুল হক নুর। ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ প্রশ্নে কোনো আপস হবে না। অন্তর্বর্তী সরকারকে আর কোনো সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১০ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলন আরও জোড়ালো হবে জানিয়ে নুরুল হক নুর বলেন, ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকেও এতোদিন কেন আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নিল না?

আরওপড়ুন<<>>‘রাজনৈতিক দল নিষিদ্ধ করাই সমস্যার সমাধান নয়’

এ সময় স্বারকলিপি দিতে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাবে বলেও জানান তিনি।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এ সরকারের ৯ মাস অতিবাহিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। সরকার একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আবার বিচারের নামে তামাশা করছে। আমরা গণহত্যার বিচার চাই। আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়