Apan Desh | আপন দেশ

শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নিতে পাক-ভারতের প্রতি তারেক রহমানের আহবান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ৭ মে ২০২৫

আপডেট: ২০:৩৬, ৭ মে ২০২৫

শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নিতে পাক-ভারতের প্রতি তারেক রহমানের আহবান

তারেক রহমান-ফাইল ছবি

ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার আহবান রেখেছেন বিএনপির এ শীর্ষ নেতা। বুধবার (০৭ মে) সন্ধ্যায় যুদ্ধ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন।

আরও পড়ুন<<>> ভারতে হামলার অনুমতি পেল পাকিস্তান সশস্ত্র বাহিনী

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার আহবান জানাই। অভিন্ন স্বার্থ, আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।

আরও পড়ুন<<>> ভারত–পাকিস্তান কি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা মঙ্গলবার (০৬ মে) দিবাগত রাতে ভারত-পাকিস্তানে সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধে রূপ নেয়। এরই মধ্যে পাকিস্তানে ২৬ এবং ভারতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়