Apan Desh | আপন দেশ

সুষ্ঠু নির্বাচনের আহবান জানিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৭, ৩১ জানুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচনের আহবান জানিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সক্রিয় ভূমিকা চেয়েছেন দুই মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান। এ বিষয়ে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে একটি চিঠি দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কংগ্রেসম্যান জো উইলসন ও নাইল পাও যৌথভাবে এ চিঠি পাঠান। চিঠিতে তারা বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং নিরপেক্ষ পর্যবেক্ষণ জোরদারের আহবান জানান।

চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তাদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমে মত প্রকাশের সুযোগ পাবেন। এ ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কংগ্রেস সদস্যরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের ধারাবাহিকতায় এ নির্বাচন একটি ইতিবাচক অগ্রগতির সুযোগ তৈরি করেছে। তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে পররাষ্ট্র দফতরকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, ফেব্রুয়ারির নির্বাচনটির গ্রহণযোগ্যতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এটিই প্রথম জাতীয় পর্যায়ের ভোট হবে বলেও উল্লেখ করা হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের হিসাব তুলে ধরে বলা হয়, আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজার চারশোর বেশি মানুষ নিহত হন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মূল্যায়নের কথা উল্লেখ করে বলা হয়, ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নাজুক ও অস্থির সময় পার করছে বলে উদ্বেগ জানান কংগ্রেস সদস্যরা। তাদের মতে, এ প্রেক্ষাপটে লক্ষ্যভিত্তিক সহিংসতার ঝুঁকি বেড়েছে।

চিঠিতে সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার কথাও তুলে ধরা হয়। গণতন্ত্রপন্থী আন্দোলনের এক নেতার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়। জনতার হাতে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনাও স্মরণ করিয়ে দেয়া হয়।

আরও পড়ুন <<>> আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

কংগ্রেস সদস্যদের মতে, আসন্ন নির্বাচন সহিংসতা ও প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে আসার বড় সুযোগ। এ ভোট আইনের শাসন ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনে পথ তৈরি করতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে কংগ্রেস সদস্যদের দফতরগুলোকে অবহিত রাখতে হবে। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির আগেই এ বিষয়ে একটি ব্রিফিং দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়