Apan Desh | আপন দেশ

রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৩, ১১ জানুয়ারি ২০২৬

রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

ছবি : আপন দেশ

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে মুখোশধারী ২ ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যায়। 

জানা গেছে, মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। শনিবার ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দেন। পরে তারা মোটরসাইকেলটি ঠেলে নিয়ে যান।

ফিরোজ বলেন, ‘মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলাম। সকালে থানায় ফিরে জানতে পারি মোটরসাইকেলটি চুরি হয়েছে।’ 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা ২ ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। কিন্তু সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলায় অবস্থান শনাক্ত করা যায়নি এখনো।

আরও পড়ুন : গ্যাসে দুঃসংবাদ, চাপ বাড়ছে বৈদ্যুতিক চুলা ও রাইস কুকারে

এ ঘটনায় ভাটারা থানার ওসি মো. ইমাউল হক গণমাধ্যমকে বলেন, ‘মোটরসাইকেলটি থানার পার্কিং থেকে চুরি হয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। তদন্ত চলছে, আশা করি, শিগগিরই তা উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে পারব।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়