Apan Desh | আপন দেশ

হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৪, ২৭ ডিসেম্বর ২০২৫

হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

সংগৃহীত ছবি

শহিদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় পুনরায় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সমাধি জিয়ারত কর্মসূচি শেষ হওয়ার পরপরই নেতাকর্মীরা ফের রাজপথে অবস্থান নেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করেন। এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকালে নিরাপত্তার খাতিরে তারা সাময়িকভাবে অবরোধ তুলে নিয়েছিলেন। তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পরপরই তারা মিছিল নিয়ে পুনরায় মূল সড়কে চলে আসেন।

এসময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর তারা মিছিল নিয়ে পুনরায় শাহবাগ মোড়ে সমবেত হন, অবরোধ শুরু করেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকেই শহিদ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ এ কর্মসূচি শুরু করেন। শুক্রবার সারারাত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছিলেন। আন্দোলনের মুখে শাহবাগ এলাকায় ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে শাহবাগ মোড় উত্তাপ ছড়িয়ে পড়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদী লোকান্তরে, লক্ষ্য হাদী লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’।

সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহিদ ওসমান হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের এ লড়াই চলবে। বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরব না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়