Apan Desh | আপন দেশ

আনিস আলমগীর-শাওনের বিরুদ্ধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ১৬ ডিসেম্বর ২০২৫

আনিস আলমগীর-শাওনের বিরুদ্ধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

ছবি: আপন দেশ

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে মামলার বাদী আরিয়ান আহমেদকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আনিস আলমগীর ও শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে আরিয়ান আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। হুমকিদাতারা নিজেদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে অজ্ঞাতনামা কয়েকটি মোবাইল নম্বর থেকে কল ও মেসেজের মাধ্যমে তাকে মামলা তুলে নিতে চাপ দেয়া হয় এবং না হলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। বিষয়টি তার ও পরিবারের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে বলে অভিযোগে বলা হয়েছে।

এ কারণে নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান আরিয়ান আহমেদ। তিনি হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়