Apan Desh | আপন দেশ

বিচারকদের নিরাপদ জোরদার করার দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ১৭ নভেম্বর ২০২৫

বিচারকদের নিরাপদ জোরদার করার দাবিতে ইবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে এবং বিচারকদের নিরাপত্তা জোরদার করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নীচে আইন অনুষদভূক্ত আইন বিভাগ, আল ফিকহ এন্ড ল এবং ল ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ল ল্যান্ড বিভাগের রবি নামের এক শিক্ষার্থী বলেন, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে, তার স্ত্রীকে জখম করা হয়েছে, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকারী সাংবাদিকদের সামনে যেভাবে বক্তব্য দিয়েছে তাতে আমরা বিচারকের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে চিন্তিত৷ অতি দ্রুত বিচারকদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অন্যথায় বিচারকদের ঘোষিত কলম বিরতির সঙ্গে একাত্মতা পোষণ করে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। 

আরও পড়ুন<<>>ইবিতে স্টেশনারি দোকানীর ৪ লাখ টাকা চুরি

আল ফিকহ এন্ড ল বিভাগের রাকিব বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আদালত। একজন মানুষ একটা প্রত্যাশা রাখে যে তার কথা কেউ না শুনলেও আদালত শুনবে এবং ন্যায় বিচার পাইয়ে দিবে। ন্যায়বিচারের এ আশ্রয়স্থলের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হাওয়ায় সাধারণ মানুষ শঙ্কিত। রাষ্ট্র বিচারকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে দিবে। অন্তর্বর্তী সরকার যে বিচার বিভাগীয় সচিবালয় গঠনের উদ্যোগ নিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করে জুডিশিয়ারিকে পৃথক করে বিচারকের নিরাপত্তা নিশ্চিত করে মানুষ যাতে ন্যায়বিচার পায় তার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে।

আইন বিভাগের শিক্ষার্থী ইমাম হোসেন বলেন, যদি বিচারকরা নির্দ্বিধায় তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে তাহলে কিভাবে আমরা বিচার বিভাগের স্বাধীনতা আশা করতে পারি। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজশাহীতে জেলা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ঢুকে ছুরিকাঘাতে তাঁর ১৭ বছরের ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয়। হামলাকারী লিমন মিয়া (৩৫) তাঁদের পূর্বপরিচিত। হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার (৪৪)। এ ছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী লিমন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়