Apan Desh | আপন দেশ

ইবিতে স্টেশনারি দোকানীর ৪ লাখ টাকা চুরি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৩, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৫, ১৬ নভেম্বর ২০২৫

ইবিতে স্টেশনারি দোকানীর ৪ লাখ টাকা চুরি

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্টেশনারি দোকানীর কাছে থেকে নগদ ৪ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় ইবি থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দোকানি।

শনিবার(১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে টাকা ভর্তি ব্যাগটি চুরি হয়। চুরি হওয়া দোকানীর নাম কামাল উদ্দিন। তিনি কালাম বুকসের স্বত্তাধিকারী। দোকানে বই, খাতা, কলম ছাড়াও অন্যান্য স্টেশনারি পণ্য এবং অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা দেয়া হতো।

ভুক্তভোগী দোকানি ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিকেল ৪ টার বাস চলে যাওয়ার পরে দোকানের জিনিসপত্র গুছিয়ে দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন কামাল উদ্দিন। এসময় বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অনলাইন ব্যাংকিংয়ের লেনদেনের প্রায় ৪ লাখ টাকা একটি ব্যাগে ভরে সাইকেলের সাথে ঝুলিয়ে রাখেন। পরবর্তীতে বাসার জন্য পাশের দোকানে কলা কিনতে যান। টাকা সমেত ব্যাগটি ৮/১০ গজ দূরে সাইকেলের সঙ্গে ঝোলানো ছিলো। ২-৩ মিনিটের মধ্যেই কলা কিনে ফিরে এসে দেখেন তার টাকা ভর্তি ব্যাগটি নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি টাকার ব্যাগটি নিয়ে চলে যায়। 

আরও পড়ুন<<>>গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্টোলবোমা নিক্ষেপ

কামাল বুকসের স্বত্তাধিকারী কামাল উদ্দিন বলেন, আমি ৯০ সাল থেকে এ বিশ্ববিদ্যালয়ে ব্যবসা করি। কখনও এমন ঘটনা ঘটেনি। গতকাল কলা কিনে এসেই দেখি সব টাকা নিয়ে গেছে। আমার সহায়সম্বল যা ছিলো সব শেষ। পরে বুঝতে পেরে থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। 

এ ঘটনায় ইবি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসের ভিতর থেকে টাকা চুরির বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। বাকিটা এখন আমাদের অফিসাররা তদন্ত করে দেখবে। কোনো ডিভাইস অথবা মোবাইল থাকলে খুঁজে পেতে সহজ হয়। যেহেতু টাকা চুরি গেছে এটা বেশ কঠিন ব্যাপার। তবে পুলিশ তদন্ত সাপেক্ষে অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়