ছবি: আপন দেশ
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচি ছিলো শিক্ষকদের। তারই অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দিয়েছেন।
শনিবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। শাহবাগে প্রতীকী কলম বিসর্জন কর্মসূচি শেষে আবারও শহীদ মিনারে ফিরবেন তারা। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
আরও পড়ুন<<>>শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু
এর আগে, শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
শিক্ষকদের তিন দফা দাবি হলো–সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেয়া; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়া সংক্রান্ত সমস্যার সমাধান; শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































