Apan Desh | আপন দেশ

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে জাতিসংঘ: গোয়েন লুইস

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে জাতিসংঘ: গোয়েন লুইস

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস

গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ মত দেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস

তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের কারিগরি ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।

বৈঠকে উভয় পক্ষই অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এ লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া, বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনায় গোয়েন লুইস জাতিসংঘের সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন। রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়া প্রসঙ্গেও উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে টেকসই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, মানবিক তহবিলের ঘাটতি বাড়তে থাকায় এ সংকট সমাধান ক্রমেই কঠিন হয়ে উঠছে।

আরও পড়ুন<<>>‘তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার’

বৈঠকের শেষভাগে বাংলাদেশের সার্বিক অগ্রগতি ও রূপান্তরের বিষয়ে জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন গোয়েন লুইস। তিনি বলেন, টেকসই উন্নয়ন, গণতন্ত্র ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় পক্ষ।

প্রসঙ্গত, গত বছরের ০৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসন অবসানের পর দেশের হাল ধরা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়। সংস্কার উদ্যোগের মধ্যে দ্রুত জাতীয় নির্বাচনে দাবি জানায় বিএনপিসহ কয়েকটি দল।

নানা ঘটনাপ্রবাহে গত ০৫ অগাস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টার এ ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে। জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সরাসরি বিরোধিতা না করলেও নির্বাচনের আগে সংস্কারের দাবি তুলেছে। নতুন সংবিধান লিখতে এনসিপি গণপরিষদ নির্বাচন দাবি করছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনূস ও লুইসের বৈঠকে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নির্বাচন। এ সময় আবাসিক সমন্বয়কারী ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনকে সহায়তা দেয়ার ক্ষেত্রে জাতিসংঘের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়