Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৫৪, ২২ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজের সাক্ষাৎ

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি।

সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে ড. ইউনূসের অব্যাহত ভূমিকার প্রশংসা করে টম অ্যান্ড্রুজ বলেন, এ সংকটকে বৈশ্বিক অগ্রাধিকারে তুলে ধরতে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আলোচনায় উঠে আসে জাতিসংঘ সদরদফতরে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের কথাও, যা ড. ইউনূসের উদ্যোগে আয়োজিত হচ্ছে। অ্যান্ড্রুজ বলেন, এ ধরনের সম্মেলন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে।

এ সময় ড. ইউনূস আশঙ্কা প্রকাশ করেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের মৌলিক সেবা—বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে—প্রত্যক্ষ প্রভাব পড়ছে। তিনি পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে অ্যান্ড্রুজকে প্রয়োজনীয় ভূমিকা রাখার অনুরোধ জানান।

আরও পড়ুন<<>>‘অফিশিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে’

অ্যান্ড্রুজ বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, সংকট নিরসনে ঢাকা বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে সক্রিয়তা দেখিয়েছে, তা প্রশংসনীয়। তবে তিনি হতাশা প্রকাশ করে উল্লেখ করেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের পরিবেশ তৈরির জাতিসংঘ প্রচেষ্টা এখনো ফলপ্রসূ হয়নি—বিভিন্ন প্রতিকূল প্রচারণা ও রাজনৈতিক জটিলতায় এই উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে।

তবুও অ্যান্ড্রুজ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এ জটিল সংকটের একটি স্থায়ী সমাধান আসবে, এবং সে প্রক্রিয়ায় বাংলাদেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ থাকবে।

উল্লেখ্য, রোহিঙ্গা সংকটের অষ্টম বর্ষপূর্তিকে সামনে রেখে ২৫ আগস্ট কক্সবাজারে একটি স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে টম অ্যান্ড্রুজ অংশ নেবেন এবং ড. ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়