Apan Desh | আপন দেশ

‘অফিশিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২১ আগস্ট ২০২৫

‘অফিশিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে’

প্রেসসচিব শফিকুল আলম।

বাংলাদেশের অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা ওয়ার জন্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ খবর জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আরও পড়ুন>>>জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি পৌনে ৬ হাজার শিক্ষার্থী

তিনি বলেন, আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ চুক্তির অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রেসসচিব আরও জানান, এ চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তি এর আগেও আরও ৩১টি দেশের সঙ্গে করা হয়েছে। এ চুক্তির মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে ভ্রমণ আরও সহজ করা। এর ফলে অফিশিয়াল ও কূটনৈতিক কাজের জন্য যারা ভ্রমণ করেন, তাদের আর ভিসার জন্য আবেদন করতে হবে না।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়