
ইসি সানাউল্লাহ
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, ২০২৫ এর অক্টোবর পর্যন্ত নতুন যারা ভোটার হবে তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করেছেন নির্বাচন কমিশন। ৪৫ হাজার কেন্দ্রে সিসিটিভি রাখা ব্যয়বহুল তাই এক্সিস্টিং প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা বা ভাড়ায় ব্যবহার করার প্রস্তাব এসেছে। এটি জটিল প্রক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।
ভোটের দিন ড্রোন কোয়াডকপ্টার প্রার্থী বা গণমাধ্যম ব্যবহার করতে পারবে না বলেও জানান ইসির এ সচিব।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।