
একুশে বইমেলায় দর্শনার্থীদের ভিড়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাঠক-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকেই বইমেলায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। পূর্বঘোষিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকেই খুলে দেয়া হয় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণের মেলায় ধীরে ধীরে বাড়তে শুরু করে পাঠকদের সমাগম। যেন তিল ধারণের ঠাঁই নেই মেলা প্রাঙ্গণে।
সরজমিনে মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, আগত দর্শনার্থীরা স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন বই দেখছেন। কেউ কেউ পছন্দের বই সংগ্রহ করছেন। এছাড়া কয়েকটি স্টলে পাঠকদের সঙ্গে লেখকদের আড্ডা দিতেও দেখা যায়।
এদিকে, মেলায় দর্শনার্থীদের আনাগোণা বাড়ায় লেখক, প্রকাশক ও বিক্রেতারা খুশি। বিগত দিনগুলোতে বিক্রির হার কিছুটা কম থাকলেও এদিন বই বিক্রি বেশ বেড়েছে বলে জানান তারা। মেলার শেষ কয়েকদিনে বিক্রি আরও বাড়বে বলেও আশা তাদের।
উল্লেখ্য, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকাল ৭টা থেকে বইমেলা শুরু হয়, চলবে রাত ৯টা পর্যন্ত।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।