ছবি: সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ দূর্ঘটনায় পাইলটসহ সাতজনের মৃত্যু হয়েছে। মেরামতের পর বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নে পাঠানো হয়েছিল।
স্থানীয় সময় মঙ্গলবার (০৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি এএন-২২ সামরিক পরিবহন সিরিজের একটি বিমান, যা রুশ বাহিনীতে মূলত মালবাহী অপারেশনে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময়ে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নে পাঠানো হয়েছিল। ওই টেস্ট ফ্লাইটে পাইলটসহ সাতজন ক্রু ছিলেন।
আরও পড়ুন<<>>গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার একটি নির্জন স্থানে আছড়ে পড়ে। মস্কো থেকে এলাকাটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় ক্রুদের বাইরে অন্য কারও হতাহতের আশঙ্কা নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঠিক কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































