সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভাষণ দিচ্ছিলেন। এ সময় ‘প্যালেস্টাইনকে স্বীকৃতি দিন’ লেখা ব্যানার হাতে দুই সংসদ সদস্য প্রতিবাদ জানালে নিরাপত্তা বাহিনী তাদের টেনেহিঁচড়ে সংসদ কক্ষের বাইরে বের করে দেয়। এতে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত হয়েছে।
ভাষণ শুরুর কিছুক্ষণের মধ্যেই আইম্যান ওডেহ ও ওফের ক্যাসিফ নামের দুই সংসদ সদস্য আসনের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তারা ‘Recognize Palestine’ লেখা ব্যানার উঁচিয়ে ধরলে সংসদের নিরাপত্তাকর্মীরা এগিয়ে যান ও জোরপূর্বক দু’জনকে বাইরে নিয়ে যান।
ঘটনার সময় ট্রাম্প কয়েক সেকেন্ডের জন্য ভাষণ থামিয়ে দেন, পরে বলেন— “Back to Steve” — ও পুনরায় তার বক্তব্য শুরু করেন। প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন, কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।
আরও পড়ুন>>>অবশিষ্ট ১৩ জিম্মিকেও মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী
নেসেটে ভাষণে ট্রাম্প বলেন, আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ‘ঐতিহাসিক ভোর’। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তিনি তাকে ‘অসাধারণ সাহসী একজন মানুষ’ বলে অভিহিত করেন।
এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।
মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের একসঙ্গে কাজ করাটা ‘অবিশ্বাস্য এক বিজয়’।
ট্রাম্প আরও বলেন, এখন ইসরায়েলের ‘স্বর্ণযুগ আসবে’ ও এটি সমগ্র অঞ্চলের জন্যও ‘স্বর্ণযুগ’ হবে।
ঘটনার পর ইসরায়েলি সরকারের মুখপাত্র জানান, সংসদে শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই। যারা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে, বের করে দেয়া দুই সংসদ সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। প্যালেস্টাইনের জনগণের ন্যায্য অধিকার তুলে ধরাই আমাদের উদ্দেশ্য ছিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































