Apan Desh | আপন দেশ

পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯, থালাপাতিকে গ্রেফতার দাবি

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৮:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:১১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯, থালাপাতিকে গ্রেফতার দাবি

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুর রাজনীতিক ও অভিনেতা বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। ভয়াবহ এ ট্র্যাজেডির ঘটনায় তামিলগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রধান থালাপাতিকে গ্রেফতার দাবি জানিয়েছে শাসক দল ডিএমকে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে এক পর্যায়ে প্রচুর মানুষ সামনে ধাবিত হলে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে এবং সেখান থেকেই পদদলনের ঘটনা শুরু হয়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার অনুমান, সমাবেশস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিল, যেখানে বিজয়ের সমাবেশ শেষে বক্তব্য দেয়ার কথা ছিল। তবে তিনি আসতে ছয় ঘণ্টার বেশি দেরি হয়, আর এ সময়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিহতদের মধ্যে তিনজন শিশু।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা বিজয়ের নতুন দলের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।

আরও পড়ুন<<>>থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৪ জনের মৃত্যু

এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন। সোশ্যালে তিনি লেখেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিজয় যখন বক্তব্য শেষ করেন হঠাৎ অতিরিক্ত ভিড়ের মধ্যে কয়েকজন মানুষ অজ্ঞান হয়ে পড়েন। তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার আগে ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে যায়। অবশ্য বিজয় তখনও বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন। কয়েকজন কর্মী পরিস্থিতি লক্ষ্য করে তাকে সতর্ক করেন। এরপর বিজয় তার বক্তব্য থামিয়ে দেন এবং পানি ছিটাবার উদ্যোগ নেন।

এ সময় ভিড়ের কারণে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে পৌঁছাতে দেরি হয়। তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে অন্তত ৩০ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এ ঘটনার পর শাসক দল ডিএমকে বিজয়ের অবহেলার কারণে তার গ্রেফতারের দাবি করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়