Apan Desh | আপন দেশ

ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

জাতিসংঘে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দেশটি ‘যেকোনো পরিস্থিতিতেই’ প্রতিহত করবে। দোহা কোনো আগ্রাসনের মুখে নিরব থাকবেন না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।

মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট করা হয়, আমরা চাই স্পষ্টভাবে বলা যাক যে কাতারের সার্বভৌমত্বে আঘাতের জবাব আমরা দেব। শুধু রেগে আছি বলা এখানে যথেষ্ট নয়। বিষয়টি অত্যন্ত গুরুতর।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেন, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশ্বের বন্ধু রাষ্ট্রদের সঙ্গে যোগাযোগে আছি।

দোহার আকাশে হামলার জবাব দিয়ে কাতার ইসরাইলের দীর্ঘমেয়াদি অরুচি বা ‘দায়বদ্ধতার অভাব’ শেষ করতে চায়। মুখপাত্র বলেন, আমরা ইসরাইলের দায়বদ্ধতার অভাব শেষ করব।

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর ইসরাইল দোহার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়, যা হামাস নেতাদের পরামর্শ সভার সময় ঘটে। হামাস নিশ্চিত করেছে, কেন্দ্রীয় নেতৃত্ব নিরাপদ আছে, তবে ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে খলিল আল-হাইয়া-এর ছেলে ও একজন কাতারী নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়