Apan Desh | আপন দেশ

২১ অনাহারী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৯:০৩, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১১:১৩, ১০ আগস্ট ২০২৫

২১ অনাহারী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ছবি সংগৃহীত

ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজার ২৪ লাখ বাসিন্দারা ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো গণ-অনাহারের ঝুঁকির কথা বারবার সতর্ক করেছে। সামান্য খাবারের আশায় মাইলের পর মাইল হেটে ত্রাণকেন্দ্রে যাচ্ছেন মানুষ। কিন্তু সেখানেও গুলি চালাচ্ছে দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকা থেকে ৩৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ২১ জন। 

রোববার (১০ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর টানা অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৩৬৯-এ পৌঁছেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকা থেকে আরও ৩৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৯১ জন। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ২১ জন। আহত হয়েছেন আরও ৩৪১ জন। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত শুধু সহায়তা সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি।

অন্যদিকে, খাবার ও চিকিৎসার অভাবে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ২১২ জন, এর মধ্যে ৯৮ জন শিশু। চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকট চরমে।

আরওপড়ুন<<>>আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক ১৫ আগস্ট

গত মার্চে স্বল্পকালীন যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে আবারও বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৮৬২ জন। আহত হয়েছেন আরও ৪০ হাজার ৮০৯ জন।

এদিকে, গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ সংঘাতে শুধু প্রাণহানিই নয়, আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৮৫০ জন। অনেকেই এখনও নিখোঁজ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মরদেহের কাছে পৌঁছাতেও পারছেন না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়