Apan Desh | আপন দেশ

এবার যুক্তরাষ্ট্রের অস্ত্র-বিমান কেনা স্থগিত করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৩, ৮ আগস্ট ২০২৫

এবার যুক্তরাষ্ট্রের অস্ত্র-বিমান কেনা স্থগিত করল ভারত

মোদি-ট্রাম্প। ছবি সংগৃহীত

ভারতের বিরুদ্ধে একর পর এক মার্কিন শুল্ক আরোপের প্রতিবাদে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রজনাথ সিং আগামী কয়েকদিনের মধ্যেই ওয়াশিংটনে গিয়ে অস্ত্র ও বিমান কেনার বিষয়টি ঘোষণা করার কথা ছিল। তবে সে সফর বাতিল করা হয়েছে।

ভারত জানিয়েছে, শুল্ক নিয়ে পরিষ্কার কোনো সুরাহা না হলে নতুন অস্ত্র ও বিমান কেনা হবে না। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬টি বোয়িং পি৮আই বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার কথা ছিল ভারতের।

আরওপড়ুন<<>>বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পাশাপাশি রাশিয়া থেকে তেল না কেনার জন্য ভারতের প্রতি আহবান জানান। তবে ট্রাম্পের সে আহবানে সাড়া না দিয়ে উল্টো রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ‘জরিমানা’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।

এতে ভারতীয় পণ্যে শুল্কের মোট পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশ। এ ঘটনার পর থেকেই দুদেশের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়