Apan Desh | আপন দেশ

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ৬ আগস্ট ২০২৫

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

সংগৃহীত ছবি

ভারতে ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে এ শুল্ক আরোপ করা হয়েছে। এতে শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

বুধবার (০৬ আগস্ট) ভারতের ওপর অতিরিক্ত এ শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

আরও পড়ুন>>>২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর আরও শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এ শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে।ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এ শুল্ক যোগ হবে।

তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়