Apan Desh | আপন দেশ

কলকাতা বিমানবন্দরে গ্লাস ভাঙচুরের চেষ্টা, বাংলাদেশি যাত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩১, ২ আগস্ট ২০২৫

কলকাতা বিমানবন্দরে গ্লাস ভাঙচুরের চেষ্টা, বাংলাদেশি যাত্রী আটক

ছবি: সংগৃহীত

কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ট্রানজিট টার্মিনালের গ্লাস ভাঙচুরের চেষ্টায় করায় এক বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী শুক্রবার (০১ আগস্ট) মোহাম্মদ আশরাফুল (২৫) নামে ওই বাংলাদেশিকে আটক করে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। শুক্রবার বিকেলে তিনি ইন্ডিগো এয়ারলাইনসের এক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তার ঢাকার ফ্লাইটে ওঠার কথা ছিল।

আরওপড়ুন<<>>জাতিসংঘের প্রতিবেদনে মানুষের আগ্রহ নেই: গুতরেস

ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করার সময় আশরাফুল হঠাৎ টার্মিনালের কাচের দেয়াল ভেঙে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

প্রতিবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় আশরাফুল বেশ কয়েকটি অসঙ্গত মন্তব্য করেন। এতে তার মানসিক অবস্থা এবং উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি হয়। এরপর সিআইএসএফ নিরাপত্তা কর্মীরা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। সন্ধ্যায় বিধান নগর পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায়।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আশরাফুল সিঙ্গাপুরে বসবাস এবং সেখানে কাজ করেন। তার ওই কাণ্ডের কারণ নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে। এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) কলকাতা পুলিশের অ্যান্টি-রোডি স্কোয়াড ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম শান্তা পাল (২৮) বাংলাদেশের বরিশালের বাসিন্দা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়