Apan Desh | আপন দেশ

জাতিসংঘের প্রতিবেদনে মানুষের আগ্রহ নেই: গুতরেস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ২ আগস্ট ২০২৫

জাতিসংঘের প্রতিবেদনে মানুষের আগ্রহ নেই: গুতরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘের প্রকাশিত রিপোর্টে মানুষের তেমন আগ্রহ নেই। এমনই তথ্য উঠে এসেছে সংস্থাটির এক প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এমনিতেই বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে জাতিসংঘ। তার মধ্যেই এমন প্রতিবেদন প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তার দাবি, ২০২৪ সালে তাদের বিভিন্ন অংগসংগঠনের ২৭ হাজার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত বৈঠক জাতিসংঘ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। গাজায় ইসরায়েলের আগ্রাসন কিংবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কোনো সংঘাত বন্ধেই এখন পর্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেনি সংস্থাটি। তাই বর্তমান বাস্তবতায় জাতিসংঘের সংস্কারের দাবি এখন বেশ জোরালো।

আরপড়ুন<<>>খাবারের জন্য ১২ কিমি. হেঁটে আসা শিশুকেও ছাড়েনি ইসরায়েল

চলতি বছরেই জাতিসংঘের ৮০ বছর বয়স হবে। সদস্য রাষ্ট্রগুলো নিয়মিত বকেয়া পরিশোধ না করায় ৭ বছর ধরে সংস্থাটি তারল্য সংকটে পড়ছে। আর তাই খরচ বাঁচানো হয় বিভিন্ন সংস্কারের লক্ষ্যে গত মার্চ মাসে UN80 টাস্কফোর্স চালু করেছেন জাতিসংঘ মহাসচিব।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, গত বছর আমাদের ২৪০ সংগঠন ২৭ হাজার বৈঠকের সঙ্গে যুক্ত ছিল। আমাদের সচিবালয় একাই ১ হাজার ১শ রিপোর্ট তৈরি করেছে। এ রিপোর্টগুলো ব্যাপকভাবে পঠিতও হয় না।

তিনি আরও বলেন, জাতিসংঘকে আরও ভালোভাবে পরিচালিত করার জন্য আমরা একাধিক পরামর্শ প্রস্তাব দিয়েছি। তারমধ্যে রয়েছে- কম সভা, কম প্রতিবেদনের মাধ্যমেও যাতে আমাদের ম্যান্ডেট পূরণ করা সম্ভব হয়। উপযুক্ত ফরম্যাট ও আরও ভালো প্রতিবেদনও যাতে তৈরি করা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শীর্ষ ৫টি রিপোর্ট ৫ হাজার ৫শ বারের মতো ডাউনলোড হয়েছে। এছাড়া প্রতি পাঁচটির মধ্যে একটি আবার ডাউনলোড করা হয়েছে এক হাজারেরও কম। জাতিসংঘের প্রকাশিত এ রিপোর্ট নতুন করে তাদের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়