
দক্ষিণ সুদানের হাসপাতালে বোমা হামলা
দক্ষিণ সুদানের একটি হাসপাতালে বোমা হামলায় সাত জন নিহত ও আহত হয়েছেন ২০ জন।
রোববার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদআউট বর্ডার্স (এমএফএস) এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে তরুণ দেশটির ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে।
এদিকে, এক বিবৃতিতে ওল্ড ফাঙ্গাকে অবস্থিত তাদের হাসপাতালে ইচ্ছাকৃত বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে এমএফএস।
এমএসএফ প্রথমে একটি এক্স পোস্টে বোমা হামলা বন্ধ করে বেসামরিক নাগরিকদের রক্ষাসহ স্বাস্থ্যসেবা রক্ষা করার আহ্বান জানিয়েছিল।
তবে এই হাসপাতালকে লক্ষ্য করে কেন হামলা করা হয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি।
আপন দেশ/আরআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।