Apan Desh | আপন দেশ

মিয়ানমারে ফের ভূমিম্পের আঘাত 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ১৩ এপ্রিল ২০২৫

মিয়ানমারে ফের ভূমিম্পের আঘাত 

ফাইল ছবি

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর গোটা মিয়ানমার যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। রোববার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

মিয়ানমারের (বার্মা) মান্দালয় অঞ্চলের চাইং-এর কাছে এটি আঘাত হানে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫০ এবং এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

প্রাথমিকভাবে এ ভূমিকম্পের প্রভাব সম্পর্কে জানা যায়নি। এর আগে গত মাসের শেষের দিকে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার।

ওই ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় ৪ হাজার ৭০০ জন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছে অনেকেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়