
ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের সব অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নির্দেশ দেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, গত চার বছরে বিচার বিভাগে যে পরিমাণ রাজনীতিকরণ হয়েছে, তা আগে কখনও হয়নি। এজন্য সে সময় নিয়োগপ্রাপ্ত সব অ্যাটর্নি জেনারেলদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আরও জানান, ইতোমধ্যে বিচার বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।