Apan Desh | আপন দেশ

ভারতে হিন্দু জনসংখ্যা বাড়াতে দ্রুত বিয়ের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২০:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ভারতে হিন্দু জনসংখ্যা বাড়াতে দ্রুত বিয়ের পরামর্শ

সংগৃহীত ছবি

ভারতে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে। এ উদ্বেগে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) উদ্বিগ্ন হয়ে পড়েছে। পরিষদের মতে, দেশের হিন্দু যুবক-যুবতীরা বিয়েতে দেরি করছেন। ফলে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে। তাই, তাদের পরামর্শ হলো, হিন্দু যুবক-যুবতীরা ২৫ বছরের মধ্যে বিয়ে করে সংসার জীবন শুরু করুক।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ভিএইচপির কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড একটি শিবির আয়োজন করে। সেখানে ৩০০ এর বেশি ট্রাস্টি সদস্য ও ইউনিট প্রধান অংশগ্রহণ করেন। 

পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল জানান, বৈদিক নীতি অনুযায়ী, ২৫ বছরই গৃহস্থ আশ্রমে (সাংসারিক জীবনে) প্রবেশের সঠিক বয়স। এ কারণে যুবক-যুবতীদের এ বয়সের মধ্যে বিয়ে করার পরামর্শ দেয়া হয়েছে।

বিনোদ বনসাল আরও বলেন, হিন্দু জনসংখ্যা বাড়ানো জরুরি। কারণ এর মাধ্যমে দেশের জনসংখ্যার ভারসাম্য রক্ষা করা সম্ভব। জনসংখ্যার ভারসাম্যহীনতা হিন্দু সমাজের জন্য মারাত্মক হতে পারে। যা সমাজের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ভিএইচপির যুগ্ম সাধারণ সম্পাদক ড. সুরেন্দ্র জৈন বলেন, বর্তমানে হিন্দুদের সংখ্যা কমে যাওয়া দেশের পরিচয় ও অস্তিত্বের জন্য সংকট তৈরি করতে পারে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, প্রতিটি পরিবারে দুই বা তিনটি শিশু থাকা প্রয়োজন। যাতে শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত হয়।

এ শিবিরে হিন্দু পরিবারের ভাঙন, লিভ-ইন সম্পর্ক এবং যুবকদের মধ্যে মাদকাসক্তির বাড়তি প্রবণতাও আলোচনার বিষয় ছিল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ২০৪০ সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। যা কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলির মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়