Apan Desh | আপন দেশ

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ অক্টোবর ২০২৪

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম

হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম। ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। 
 
গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বৈরুতে ইসরাইলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইল। এতে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। যার ফলে নাইম কাসেম এখন হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হলেন।
 
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, নাইম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে নির্বাচিত হয়েছেন। তারা দোয়া করবে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিকনির্দেশনা দেন।
 
৭১ বছর বয়সি কাসেমকে প্রায়শই হিজবুল্লাহর ‘দুই নম্বর’ (শীর্ষস্থানীয় নেতা) হিসেবে উল্লেখ করা হয়ে। তিনি ১৯৮০’র দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এ গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়