Apan Desh | আপন দেশ

মানব পাচারকারী মাজিদ গ্রেফতার

আন্তর্জাকিত ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ১৪ মে ২০২৪

মানব পাচারকারী মাজিদ গ্রেফতার

স্করপিয়ন নামে পরিচিত বারজান মাজিদ। ছবি: বিবিসি

ইউরোপের অন্যতম মানব পাচারকারী বারজান মাজিদকে গ্রেফতার করা হয়েছে। স্করপিয়ন নামে পরিচিত মাজিদকে নিয়ে সম্প্রতি বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এরপর তাকে রোববার (১২ মে) ইরাকের কুর্দিস্তান থেকে গ্রেফতার করা হয়। কয়েক বছর ধরে ইংলিশ চ্যানেলে নৌকা ও লরি দিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন মাজিদ এবং তার চক্র। 

বিবিসি বলছে, কুর্দি ইরাকি বারজান মাজিদ ২০০৬ সালে ২০ বছর বয়সে নিজেই পাচারের শিকার হয়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন। এক বছর পর তাকে দেশটি ছেড়ে যেতে নির্দেশ দেয়। কিন্তু তিনি আরও কয়েক বছর যুক্তরাজ্যেই থেকে যান। এর মধ্যে কিছু সময় নানা অপরাধে কারাগারেও থাকতে হয়েছিল মাজিদকে। 

পরে ২০১৫ সালে মাজিদকে ইরাকে পাঠিয়ে দেয়া হলে কিছু সময় পর মানব পাচারের সঙ্গে যুক্ত হন। স্করপিয়ন নামে বাড়ে তার পরিচিত। ধারণা করা হয়, বড় ভাইয়ের হাত ধরেই এ অপরাধে জড়িয়েছিলেন তিনি। বড় ভাই তখন বেলজিয়ামের কারাগারে সাজা খাটছিলেন।

আরও পড়ুন>> জাতিসংঘ সনদ ছিঁড়লেন ইসরায়েলি রাষ্ট্রদূত

সম্প্রতি মাজিদকে নিয়ে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে তিনি এবং তার চক্রটি ইংলিশ চ্যানেলে নৌকা ও লরি দিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। 

কুর্দিস্তানের সুলায়মানিয়া শহরে বারজানের খোঁজ পায় বিবিসি। বারজান বলেন, তিনি কয়েক হাজার অভিবাসীকে ইংলিশ চ্যানেল পার করিয়েছিলেন। বিবিসির এ প্রতিবেদনের পর রোববার ইরাক থেকে তাকে গ্রেফতার করা হয়।

যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পুলিশের ওয়ান্টেড তালিকায় বারজানের নাম রয়েছে। 

যুক্তরাজ্যের পুলিশ কর্মকর্তারা যখন অবৈধ অভিবাসীদের আটক করেন, তখন তাদের মুঠোফোনগুলো যাচাই-বাছাই করে দেখা যায়, ২০১৬ সালের পর থেকে সন্দেহজনক একটি নম্বরই বারবার সামনে আসছিল। যে নম্বরটি স্করপিয়ন নামে রাখা ছিল। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা